![তালায় ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা : থানায় মামলা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/shishu-dhorshon-chesta-abn_133115.jpg)
তালা (সাতক্ষীরা), ০১ এপ্রিল, এবিনিউজ : তালায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টার অভিযোগ সিরাজুল ইসলাম নামে এক যুবকের নামে মামলা হয়েছে। মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনের ( ১০) ধারায় ধর্ষণের চেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করেন।
পুলিশসুত্রে জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে গতকাল শনিবার দুপুরে স্কুলে টিফিনের সময় স্কুল থেকে ফুসলিয়ে পাশের একটি বাশ বাগানে ডেকে নিয়ে যায় শাহপুর গ্রামের শহর আলী পুত্র সিরাজুল (১৮)।
এসময় ঐ ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা করে লম্পট সিরাজুল । মেয়েটি চিৎকার করলে আশেপাশে লোকজন ছুটে এলে সিরাজুল মেয়েটিকে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করেছে। যার নং-০১/০৪/১৮ ইং।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে । ধর্ষককে আটকের চেষ্টা চলছে।
এবিএন/সেলিম হায়দার/জসিম/এমসি