![প্রশ্ন ফাঁস নিয়ন্ত্রণে ফরিদপুরে টিআইবি মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/human_abnews_133125.jpg)
ফরিদপুর, ০১ এপ্রিল, এবিনিউজ : শিক্ষা খাতে সুশাসন ও মেধাভিত্তিক বাংলাদেশ, চাই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কার্যকর নিয়ন্ত্রণের দাবি মানববন্ধন করেছে ফরিদপুরের সনাক-টিআইবি।
আজ রবিবার বেলা ১১টায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে আধাঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
মানববন্ধন চলাকালে বক্তরা প্রশ্ন ফাঁস রোধে সনাক-টিআইবির ৯টি সুপারিশ উপস্থাপন করা হয়। এসময় প্রশ্ন ফাঁসের কারণ ও তার প্রভাব বিষয়ে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়।
এই কর্মসূচিতে বক্তব্য রাখেন- ফরিদপুর সনাক সভাপতি প্রফেসর রমেন্দ্র নার্থ রায়, প্রফেসর আব্দুল খালেক, মু. মুজিবুর রহমান, টিআইবির এরিয়া ম্যানেজার মনিরুল হক প্রমুখ।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি