লালমনিরহাট, ০১ এপ্রিল, এবিনিউজ : চরাঞ্চলের ঝড়ে পড়া শিক্ষার্থীর হার কমিয়ে আনতে মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়নে লালমনিরহাটে ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স, পানির পটসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে সদর উপজেলার হাজী জফর উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজ সেবক মমিনুর ইসলামের অর্থায়নে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুস ছালাম, খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক সরকার মানিক, সম্পাদক মামুনুর রশীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম শিউলি।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি