শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কচুয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত ১

কচুয়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত ১

কচুয়া (বাগেরহাট), ০১ এপ্রিল, এবিনিউজ : কচুয়ার সম্মানকাঠি এলাকায় গতকাল শনিবার রাতে দুর্বৃত্তদের হামলায় শাহিন শেখ (২৯) নিহত হয়েছে।

এলাকাবাসি জানায়, উপজেলার সম্মানকাঠি গ্রামের আ. গফফার শেখের ছেলে শাহীন শেখ (২৯) বৈরাগীরহাট থেকে বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে সম্মানকাঠি শেরে বাংলা বিদ্যা নিকেতনের সামনে পৌছালে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তার উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে যখম করে।

তার চিৎকারে এলাকাবাসী ছুটে এস গুরুতর আহত অবস্থায় শাহীনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে সেখানে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল কবির বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহত শাহীনের বিরুদ্ধে কচুয়া থানায় একাধিক মামলা রয়েছে। তবে কি কারণে এ হত্যাকান্ড তা নিশ্চিত করে বলতে পারেনি ওই পুলিশ কর্মকর্তা।

এবিএন/শুভংকর দাস বাচ্চু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত