শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রাজবাড়ীতে ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু

রাজবাড়ীতে ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু

রাজবাড়ীতে ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু

রাজবাড়ী, ০১ এপ্রিল, এবিনিউজ : “পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়র আর সমৃদ্ধির বাংলাদেশ”- স্লোগানকে সামনে নিয়ে রাজবাড়ীতে ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ১১টায় পরিবার পরিকল্পনা রাজবাড়ী বিভাগের আয়োজনে আজাদী ময়দানে ২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. শওকত আরী, সদর উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, সিভিল সার্জন মো. রহিম বক্স, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক গোলাম মো. আজমসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।রাজবাড়ীতে ২ দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরুমেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, সদর উপজেলা চেয়ারম্যান এম এ খালেজ, সিভিল সার্জন রহিম বক্স, অতিরিক্ত পুলিশ সুপার বক্তব্য রাখেন।

২ দিনব্যাপী এ মেলায় জেলার ৫টি উপজেলা থেকে ২০টি স্টল অংশগ্রহণ করে।

বিতর্ক প্রতিযোগীতা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, নাটক ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকাল ২ দিনব্যাপী এ মেলা শেষ হবার কথা রয়েছে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত