শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভোলায় প্রতিবন্ধী স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন

ভোলায় প্রতিবন্ধী স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন

ভোলায় প্রতিবন্ধী স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন

ভোলা, ০১ এপ্রিল, এবিনিউজ : স্বাভাবিক কোনো শিশুদের প্রতিযোগিতা নয়, শুধুমাত্র বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজনের আয়োজন করেছে ভোলা শহরের হাই কেয়ার (শ্রবণ প্রতিবন্ধী) স্কুল।

আজ রবিবার সকাল ১০টায় ভোলা শহরের মাছুমা খানম বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ ব্যাতিক্রমর্ধমী বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশুদের নিয়ে এ আয়োজন করা হয়।

প্রফেসর ডা. খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্ত ভোলা সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ি হাই কেয়ার শ্রবণ প্রতিবন্ধী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. গোলাম কিবরিয়া জাহাঙ্গীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইবরাহিম, সাংবাদিক মো. কামাল উদ্দিন সুলতান, শহিদ জিয়া র্গালস স্কুর এন্ড কলেজের অধ্যক্ষ খালেদা খানম, চরনোয়াবাদ মুসলিম স্কুলের প্রধান শিক্ষক মো. আবু তাহরে, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. জহিরুল হক কবির, হাই কেয়ার শ্রবণ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা শাহজাদি ইয়াসমিন প্রমুখ।

এ সময় অনুষ্ঠিত প্রতিবন্ধী শিশুদের ক্রিয়া প্রতিযোগিতায় বাক, শ্রবন, শারীরকি ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের দৌড়, ব্যাঙ লাফ, ছবি আঁকাসহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলনে, দেশের বিভিন্ন স্থানে শিশুদেরে নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠতি হয়, কিন্তু বাক শ্রবণ প্রতিবন্ধী শিশুদের নিয়ে তেমন কোনো খেলাধুলার আয়োজন করা হয় না। প্রতিবন্ধী শিশুদেও নিয়ে আরো বেশি বেশি খেলাধুরার আয়োজন করা দরকার।

এতে প্রতিবন্ধী শিশুরা আরো স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এবিএন/আদিল হোসেন তপু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত