![শেরপুরে পরপোকারী হবিবর প্রায় ২ মাস ধরে নিঁখোজ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/habibor-abnews_133144.jpg)
শেরপুর (বগুড়া), ০১ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার শেরপুরে পরোপকারী হবিবর রহমান (৭০) প্রায় ২ মাস যাবৎ নিখোজ। তিনি উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাজর দক্ষিণপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
একালাবাসী জানায়, হবিবর খুবই পরোপকারী ব্যাক্তি ছিল। সে মসজিদে নামাজ পরতে আসা মুসল্লিদের অযুর পানি এনে দিতেন, গড়মে মুসল্লিেিদর হাত পাখা দিয়ে বাতাস দিতেন এমনকি মানুষের হাট বাজার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতেন।
এমনকি যদি কেউ অসুস্থ্য হতো তার ঔষধপত্র কিনে এনে দিত এবং সকল প্রকার সহযোগিতা করতো। হঠাৎ প্রায় ২ মাস হলো তাকে দেখতে না পেয়ে গ্রামের মানুষ মনে করে সে অসুস্থ্য কিন্তু তার বাড়িতে খবর নিয়ে দেখে সে প্রায় ২ মাস হলো বাড়িতে নেই। তারপর থেকে তাকে অনেক খোজখুজি করেও আর পাওয়া যায়নি।
তার পরিবারের লোকজন জানান, একদিন খামারকান্দি বাজারে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। তার সন্ধান না পেয়ে পরিবারের লোকজন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।
তার উচ্চতা আনুমানিক ৫ ফিট, গায়ের রং উজ্জ্বল শ্যামা, সে গ্রামের নাম বলতে পারেনা এবং রাস্তা ঘাটো চেনেনা শুধু ছেলে মুন্টু ও মেয়ে হাসিনার নাম বলতে পারে। যদি কোনো সহৃদয়বান ব্যাক্তি উপরোক্ত বিবরণকারির সন্ধান পান তাহলে হবিবর রহমানের ভাগ্নে মো. শহিদুল ইসলামের (০১৭৫১-৩৫৯১৩৬) সাথে যোগাযোগ করার জন্য স্বজনরা অনুরোধ জানিয়েছেন।
এবিএন/শহিদুল ইসলাম শাওন/জসিম/এমসি