![দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/student_abnews_133145.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ০১ এপ্রিল, এবিনিউজ : নেত্রকোনার দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে “বন্ধ হলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি” এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার দুপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আলী আকবরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমদাদুল হক খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বীরেশ্বর চক্রবর্তী প্রমুখ।
স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধে শপথ গ্রহণ, চিত্রাঙ্কন ওরচনা প্রতিযোগিতা।
শেষে আলোচনা সভায় উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ বিষয়ের গুরুত্ব তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ জানানো হয়।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/এমসি