![নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে মতবিনিময় সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/durgapur_133146.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ০১ এপ্রিল, এবিনিউজ : নেত্রকোনা সম্মিলিত যুবসমাজ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত নবায়নযোগ্য জ্বালানিতে গ্রাম ও নগরের নি¤œআয়ের মানুষের প্রবেশাধিকার বিষয়ে নেত্রকোনায় উপজেলা হলরুমে বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বারসিক আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাবিহা সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সংগীতা ভট্টাচার্য, অধ্যক্ষ মতিউর রহমান, জীবন প্রকৃতির সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তাফা, অধ্যাপক জিয়াউর রহমান, মনির হোসেন, রিয়াজ মাহমুদ, সমবায় কর্মকর্তা নিবেদিতা কর, ভাস্কর দীপক সাহা, সাংবাদিক তোবারক হোসেন, নদী গবেষক শিক্ষক এখলাছুর রহমান, বৃক্ষপ্রেমিক কবিরাজ আ: হামিদ, সবুজ ক্যাম্পাসের শিক্ষক নুরুজ্জামান প্রমুখ।
সভায় নি¤œআয়ের মানুষের নবায়নযোগ্য জ্বালানিতে প্রবেশাধিকার ও আমাদের করনীয় কি এ বিষয়ে ভিডিও চিত্র তুলেন ধরেন বারসিক সমন্বয়কারী জনাব জাহাঙ্গীর আলম। পুকুরের পানি ব্যবহার, জ্বালানি খরচ ও আমাদের পরিবেশ এর উপর যুবদের একটি গবেষণা তুলে ধরেন যুব সংগঠনের প্রতিনিধি পার্থ রায়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি পুকুর প্রতিদিন সত্তর হাজার টাকা খরচ কমাতে পারে। জীবাষ্মজ্বালানি একদিন শেষ হয়ে যাবে, নবায়যোগ্য জ্বালানি বিষয়ে আামদের কাজ করতে হবে। সরকার এ নিয়ে কাজ করছেন। এ নিয়ে সকলকেই এগিয়ে আসতে হবে।
প্রধান অতিথি বলেন, বারসিকের এই ধরণের ব্যতিক্রমি কাজ আমাদের জীবন, পরিবেশ ও প্রকৃতি উন্নয়ন সহজ করনে বিশেষ ভূমিকা রাখছে। সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব নয়, পানি, বিদ্যুৎ, গ্যাস, প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলকে আহ্বান জানান।
সভায় চারজন সবুজ মনের মানুষ, পরিবেশবান্ধব চুলা প্রস্তুতকারক, বৃক্ষপ্রেমিক কবিরাজ, রাজুর বাজার কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠাতাসহ নানা অবদানের জন্য সকলকে বারসিক এর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/এমসি