শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পুলিশের অস্ত্রসহ চোরাকারবারী গ্রেফতার

পুলিশের অস্ত্রসহ চোরাকারবারী গ্রেফতার

নরসিংদী (ঢাকা),০১ এপ্রিল, এবিনিউজ : নরসিংদীতে পুলিশের অস্ত্র খোয়া যাওয়ার ২০ দিন পর গুলিসহ পিস্তল উদ্ধার করেছে মডেল থানার পুলিশ।

আজ রবিবার পুলিশ সোর্স এর সংবাদের ভিত্তিতে ১১টার দিকে পৌর শহরের বানিয়াছল এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত উজ্জল মিয়া (২০) নরসিংদীর সদর রাংঙ্গামাটি এলাকার হারুন মিয়ার ছেলে। এই ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর নরসিংদী মডেল থানার এসইআই আলমগীর কবিরের বাসা থেকে তার অস্ত্রটি চুরি হয়ে যায়। পরে মডেল থানায় একটি অস্ত্র চুরির মামলা করা হয়।

সরকারি অস্ত্র চুরি হবার কারনে তাকে ১২ নভেম্বর ক্লোজ করে নরসিংদী পুলিশ লাইনস্ এ পাঠানো হয়। নরসিংদীর পুলিশ পরিদর্শক (অপারেশনস) মোজ্জাফফর হোসেন ও উপ-পরিদর্শক মোজ্জাফফর সঙ্গীয় ফোর্স নিয়ে টানা ১০ দিন অভিযান চালায়।

আজ রবিবার পুলিশের সোর্স এর সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে পৌর শহরের বানিয়াছল এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে। ঘটনার ২০ দিন পর ১০ রাউন গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা মামলা করা হয়েছে।

সদর মডেল থানা পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মোজ্জাফফর হোসেন বলেন, গত ১০ নভেম্বর নরসিংদী মডেল থানার এসইআই আলমগীর কবিরের বাসা থেকে তার অস্ত্রটি চুরি হয়ে যায়। পরে আলমগীর কবির বাদি হয়ে মডেল থানায় একটি অস্ত্র চুরির মামলা করা হয়।

সরকারি অস্ত্র চুরি হবার কারনে তাকে ১২ নভেম্বর ক্লোজ করে নরসিংদী পুলিশ লাইনস এ পাঠানো হয়েছে। আমি ও উপ-পরিদর্শক মোজ্জাফফর সঙ্গীয় ফোর্স নিয়ে টানা ১০ দিন অভিযান চালায়।

আজ রবিবার সকালে আমাদের সোর্স এর সংবাদের ভিত্তিতে সকাল ১১ টার দিকে পৌর শহরের বানিয়াছল এলাকায় অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে। ঘটনার ২০ দিন পর ১০ রাউন গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।

এই ঘটনায় তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় একটি অস্ত্র আইনে মামলা মামলা করা হয়েছে।

এবিএন/সুমন রায়/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত