বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মেলান্দহে এক শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন

মেলান্দহে এক শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন

জামালপুর, ০১ এপ্রিল, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে লটকর টোকার অপরাধে শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ৩১ মার্চ ঘোষেরপাড়া ইউনিয়নের চারালকান্দি গ্রামে। জানাগেছে, আলমের ছেলে শোয়াইব (৫) সকালে মক্তব থেকে বাড়ি ফেরার পথে গাজীউর রহমাননের লটকর গাছের নিচে পড়ে থাকা কয়েকটি লটকর হাতে তোলে। এই অপরাধে লটকর গাছের মালিক গাজীউর রহমান শিশু শোয়াইবকে চড় থাপ্পর দিয়ে গাছের সাথে বেধে রাখে। খবর পেয়ে প্রতিবেশী মতিউর রহমান শিশু শোয়াইবের বাঁধন খুলে ছেড়ে দেন।

এ নিয়ে মতিউরের সাথে বাকবিতন্ডা হবার একপর্যায়ে আবারো শিশুকে গাছের সাথে টানা ৩ ঘন্টা বেধে রাখে। পরে প্রতিবেশীদের হস্তক্ষেপে শিশু শোয়াইবকে উদ্বার শেষে তার মা সোনাভানের কাছে পৌছে দেয়া হয়। ঘটনার দিন শিশুর বাবা ঢাকায় দিনমজুরের কাজে ঢাকায় ছিলেন। এ ব্যাপারে মা সোনাভান জানান-শোয়াইব ঘুমের ঘরেও চমকে উঠছে। তিনি ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চেয়েছেন। ওদিকে লটকর গাছের মালিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-মূলত: শিশুকে ভয় দেখানোর জন্য একাজ করেছি।

এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত