
ঢাকা, ০১ এপ্রিল, এবিনিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যে কোনো সময় নির্বাচন হতে পারে। তাই আমাদের এখন থেকেই কাজ শুরু করতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মওদুদ বলেন, ‘আমাদের তিনটি মূল এজেন্ডা। প্রথমটি হলো- বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। যত কলাকৌশল করুন, ষড়যন্ত্র করুন, আইন-শৃঙ্খলা বাহিনীর যতই টেনে ধরুক; তাকে মুক্ত করে আনবো। এজন্য শুধু আইনি লড়াই যথেষ্ট নয়, জনমত তৈরি করতে হবে। আন্দোলন করতে হবে, তাহলে তিনি মুক্ত হয়ে আসবেন।’