![গোবিন্দগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও লুটপাট](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/abnews-24.bbbbbb_133170.jpg)
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) ০১ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাতার প্রবাসীর বাড়ীতে সন্ত্রাসী কায়দায় হামলা ভাংচুর লুটপাট সহ প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গতকাল শনিবার আনুমানিক বিকাল ৪টায় উপজেলার কামারদহ ইউপির মাস্তা (শোলা পাড়া) গ্রামের নজমাল সরকারের পুত্র কাতার প্রবাসী মিন্টু সরকারের সাথে একই ইউপির বকচর গ্রামের জনৈক সোহাগ ওরফে শামীম এর দীর্ঘ দিন থেকে টাকা নিয়ে বিরোধ চলার একপর্যায়ে গ্রাম্য শালীশে রফাদফা হলেও তাদের মাঝে বিরোধের নিষ্পত্তি হয়নি।
তারই বহিঃপ্রকাশ হিসেবে শামীম ২০/২৫ জনের ভাড়াটিয়া একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রবাসীর বাড়ীতে অর্তকিত ভাবে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে। এসময় সন্ত্রাসীরা স্বর্নালংকার ,নগত টাকাসহ মালামাল লুটপাট করার সময় প্রবাসীর স্ত্রী শিল্পী বেগম(২৬) বাধাঁ দিতে গেলে তারা তার পরনে কাপড় টানা হেচরা করে শ্লীলতা হানি ঘটিয়েছে। এঘটনায় সন্ত্রাসীরা র্স্বনালংকার সহ প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধনের অভিযোগ করেছেন মিন্টুর পরিবারের লোকজন। রবিবার এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/তোহা