শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুন্দরগঞ্জে অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করলেন এম.পি

সুন্দরগঞ্জে অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করলেন এম.পি

সুন্দরগঞ্জে অ্যাম্বুলেন্স সেবা উদ্বোধন করলেন এম.পি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) ০১ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে উপ-নির্বাচনে নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জন সাধারণের ব্যবহারের জন্য নিজস্ব অর্থায়নে অ্যাম্বুলেন্স উন্মুক্ত করলেন। গতকাল শনিবার সন্ধ্যায় শোভাগঞ্জ উপ স্বাস্থ্য কেন্দ্র মাঠে ফ্রি সার্ভিস অ্যাম্বুলেন্স হস্তান্তরের এক আলোচনা সভা ছাপড়হাটী ইউনিয়ন জাপার সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার ইয়াকুব আলী মোড়ল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রামজীবন ইউনিয়ন জাপার সভাপতি ও ইউপি সাবেক চেয়ারম্যান এটিএম এনামুল হক মন্টু, ইঞ্জিনিয়ার মাহবুর রহমান শাহীন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, সাবেক চেয়ারম্যান ইয়াসিন আলী সরকার, সমাজ সেবক শরিফুল ইসলাম, আলহাজ্ব বারী মুন্সি প্রমুখ।

পরে প্রধান অতিথি ফিতা কেটে দুটি ফ্রি সার্ভিস অ্যাম্বুলেন্স অসুস্থ্য মানুষের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করণের লক্ষ্যে উন্মুক্ত করেন। এদিকে সংসদ সদস্য গতকাল রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে অবস্থানরত রোগিদের সঙ্গে কথা বলেন। পরিদশনকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটির বেহাল দশা দেখে অসন্তোষ প্রকাশ করেন।

এবিএন/শাহ মো. রেদওয়ানুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত