সুন্দরগঞ্জ (গাইবান্ধা) ০১ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) আবু বাক্কার সিদ্দিক, জেলা পরিষদ সদস্য এমদাদুল হক নাদিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- প্রাণী সম্পদ কর্মকর্তা সাহাব উদ্দিন, নদী বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনের আহবায়ক ছাদেকুল ইসলাম দুলাল, সাংবাদিক একেএম শামছুল হক, সিপিবি নেতা নুরে আলম মানিক প্রমুখ। বক্তারা দুর্নীতি প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
এবিএন/শাহ মো. রেদওয়ানুর রহমান/জসিম/তোহা