শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • প্রশ্নফাঁস রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন

প্রশ্নফাঁস রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন

প্রশ্নফাঁস রোধে কার্যকর ব্যবস্থার দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন

ময়মনসিংহ, ০১ এপ্রিল, এবিনিউজ : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) মুক্তাগাছার উদ্যোগে আজ রবিবার সকালে ময়মনসিংহের মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে প্রশ্ন ফাঁসের কারণ, ফলাফল ও প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং প্রশ্নফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে টিআইবি প্রণীত ধারণাপত্র পাঠ করেন ইয়েস সহ-দলনেতা মো. মোশারফ হোসেন। এ সময় টিআইবি’র এরিয়া ম্যানেজার ইকবাল হোসেন এর সঞ্চালনায় শিক্ষা খাতে সুশাসন এবং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবীতে বক্তব্য রাখেন সনাক মুক্তাগাছার ভারপ্রাপ্ত সভাপতি মো. মোখলেছুর রহমান, সনাক সদস্য মলিনা রানী দত্ত এবং স্বজন সদস্য এ.বি.এম. জাহাঙ্গীর সেলিম প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস, তরুণ ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত আলোচকবৃন্দ বলেন, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি বিষয় প্রশ্ন ফাঁস। প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে শুরু করে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি, এইচএসসি, ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে মহামারী শুরু হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়া যাচ্ছে এবং তা মুহূর্তের মধ্যেই বিভিন্ন মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ছে। অনেক সময় আগাম ঘোষণা দিয়ে প্রশ্ন ফাঁস করা হচ্ছে। প্রশ্ন ফাঁসের কারণে শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতার সুষ্ঠ পরিবেশ ব্যাহত হচ্ছে, পড়ালেখার প্রতি আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা। হতাশা দানা বাঁধছে তরুণ প্রজন্মের মাঝে। প্রশ্ন ফাঁসের ঘটনা দেশের পুরো শিক্ষাব্যবস্থাকেই বিপর্যস্ত করে তুলেছে, যা জাতির ভবিষ্যতের জন্য এক অশনিসংকেত।

শিক্ষা খাতে সুশাসন ও প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব না হলে অচিরেই এ জাতি মেধাশূন্য হয়ে যাবে যা কোনভাবেই কাম্য হতে পারে না। তিনি শিক্ষা খাতে সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক পরিবেশ সৃষ্টি এবং প্রশ্ন ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোড় দাবি জানান।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত