বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পুঁজিবাজারে রেকর্ড উত্থান

পুঁজিবাজারে রেকর্ড উত্থান

ঢাকা, ০১ এপ্রিল, এবিনিউজ : বিনিয়োগকারীদের অব্যাহত বিক্রয় চাপে বিগত ৩ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক কমেছিল প্রায় ৭০০ পয়েন্ট। কিন্তু সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার ডিএসই’র সার্বিক মূল্য সূচক বেড়েছে ১৪৯.৬৯ পয়েন্ট।

২০১৫ সালের ১০ মে’র পর আজ রবিবার সূচকের উত্থানের রেকর্ড গড়েছে পুঁজিবাজার। এরআগে ২০১৫ সালের ১০ মে ডিএসই’র সার্বিক মূল্য সূচক বেড়িছিল ১৫৫ পয়েন্ট। এছাড়া একই বছর ২৫ মে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছিল ১৩০ পয়েন্ট।

এদিকে, আজ রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স বেড়েছে ২৯৪.৯৯ পয়েন্ট। এদিন সিএসইতে ৩০ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, অর্থনৈতিক উত্থানে মন্থরতা সৃষ্টি হওয়ায় আজ আজ রবিবার ব্যাংকারদের সাথে বৈঠক করেছিলন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠক শেষে ব্যাংকের তারল্য সংকট মেটাতে ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ (সিআরআর) ১ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সরকারি আমানতের ৫০ শতাংশ বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা পুঁজিবাজারের তারল্য সরবরাহ বাড়বে ও সংকট কমাবে।

সংশ্লিষ্টরা বলছেন, অর্থমন্ত্রীর এমন সিদ্ধান্তে বাজারে দীর্ঘমেয়াদে স্বস্তি ফিরবে। লেনদেন ও সূচক আরো চাঙ্গা ভাব দেখা যাবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ৮৮.২ শতাংশ বা ২৯৮টির। এসময় দর কমেছে ২৫টি বা ৭.৪ শতাংশের, দর অপরিবর্তিত ছিল ১৫টি প্রতিষ্ঠানের। এদিন ডিএসইতে ১৫ কোটি ২২ লাখ ৭১ হাজার ৭৮২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় ডিএসই’র সাধারণ মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪৯.৬৯ পয়েন্ট। সূচকের উত্থানে এদিন ডিএসইএক্স সূচক ৫৭৪৭.১৪ পয়েন্টে স্থিতি পেয়েছে।

অপরদিকে, শরীয়াহ্ ভিত্তিক কোম্পানিগুলোর মূল্য সূচক ডিএসইএস বেড়েছে ২৫.২২ পয়েন্ট ও ডিএস-৩০ সূচক বেড়েছে ৪৩.৯৮ পয়েন্ট।

দিনশেষে ডিএসইতে টাকার অংকে ৪৪১ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে (বৃহস্পতিবার) ডিএসইতে ৪৭০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

লেনদেন শেষে ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স। এসময় কোম্পানিটির ১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভার তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো, কোম্পানিটির ১৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে টার্নওভার তালিকায় তৃতীয় অবস্থানে ছিল মুন্নু সিরামিক।

টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- মার্কেন্টাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস ও বিডি থাই।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ২০৮টির, দর কমেছে ২৫টি ও দর অপরিবর্তিত ছিল ৫টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইতে ৩০ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসই’র সার্বিক মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ২৯৪.৯৯ পয়েন্ট বেড়েছে। এসময় সিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে এসিআই।কোম্পানিটির ১১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত