![ঝিনাইদহে প্রশ্ন ফাঁসের বন্ধের দাবিতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/jhenaidah_abnews24_133196.jpg)
ঝিনাইদহ, ০১ এপ্রিল, এবিনিউজ : ঝিনাইদহে পরিক্ষার প্রশ্ন ফাঁসের কার্যকর নিয়ন্ত্রনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১টার দিকে শহরের পৌষ্ট অফিস মোড়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) এ কর্মসূচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সনাকের সভাপতি আবু তাহের, সদস্যবৃন্দ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে প্রশ্ন ফাঁস রোধে সরকারের সহায়ক হিসেবে অবদান রাখার লক্ষ্যে সনাক টিআইবি ৯টি সুপরিশ তুলে ধরেন।
বক্তারা বলেন, সব ধরনের পরীক্ষায় নিয়মিত ভাবে প্রশ্ন ফাঁস হচ্ছে। এতে মেধার মূল্যায়ন হচ্ছে না। তারা অবিলম্বে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করে জাতির মেধা শূন্য রক্ষা করার দাবি করেন।
এবিএন/যবনিকা/জসিম/এমসি