![কবি আবদুল হাই মাশরেকীর ৯৯তম জন্মজয়ন্তী পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/abnews-24.bbbbbbbbbbb_133199.jpg)
ময়মনসিংহ, ০১ এপ্রিল, এবিনিউজ : কবি আবদুল হাই মাশরেকীর ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষে কবি আবদুল হাই মাশরেকী জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি আজ বেলা ১১টায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়।
এছাড়াও আগামী ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল ঈশ্বরগঞ্জ উপজেলায় কবি আবদুল হাই মাশরেকী ওপর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, কবির লেখা নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ‘মাশরেকী লোকজ মেলা ও কবি সম্মেলন’ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উদযাপন কমিটি।
এবিএন/উজ্জ্বল/জসিম/তোহা