![শিশু মাথা ব্যথায় কাতর হলে](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/child-head-pain_133200.jpg)
প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, ০১ এপ্রিল, এবিনিউজ : মাথা ব্যথা বা শিরঃপীড়া বেশি দেখা যায় বয়ঃসন্ধিকালের ও বেশি বয়সী শিশুতে। এই উপসর্গের জন্য অভিভাবক বাচ্চাকে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে আসেন।
স্বল্পসংখ্যক ক্ষেত্রে ব্রেইন টিউমার, মস্তিষ্কের আবরনীর মারাত্মক প্রদাহ (মেনিনজাইটিস) বা মস্তিষ্কের অভ্যন্তরে রক্তনালীর ত্রুটিতে সময়ে সময়ে সাংঘাতিক মাথাব্যথা হয়।
দীর্ঘস্থায়ী অথচ বারে বারে দেখা যাওয়া শিরঃপীড়ার প্রধান কারণ মাইগ্রেন।
মাথায় আঘাত, ঘন ঘন ইনফেকশন বা তীব্র অসুখে আক্রান্ত শিশুতে মাথা ব্যথা উপসর্গ হয়।
মাইগ্রেনের কারণে মাথাব্যথার বৈশিষ্ট্য এ রকম
কপালে, মাথার পেছন দিকে, চোখের ওপর ধপধপ করে
ব্যথার সাথে বমি ভাব, খিদে মন্দা, আলোর দিকে তাকাতে অসুবিধা
তীব্র আলো, মানসিক চাপ, দুশ্চিন্তা, হতাশা, ঘন ঘন অসুখ এর উৎপত্তির কারণ হতে পারে
কখনো বা পারিবারিক ইতিহাস থাকে।
ব্যবস্থাপনা:
১. যদি ঘাড় শক্ত ভাব থাকে, তবে মেনিনজাইটিস সন্দেহ হলে সিএসএফ পরীক্ষা করিয়ে নিতে হয়
২. সাম্প্রতিক মাথায় আঘাত, অনবরত বমি, চৈতন্যলোপ পাওয়া এসবে ব্রেইনের এমআরআই বা সিটি স্ক্যান করানো হতে পারে
৩. শিরঃপীড়া লাঘবের অন্যান্য ওষুধ ও ব্যবস্থাদি।
লেখক : বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ
(সংগৃহীত)
এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি