বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালিয়াকৈরে ২দিন ব্যাপি স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ

কালিয়াকৈরে ২দিন ব্যাপি স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ

কালিয়াকৈরে ২দিন ব্যাপি স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণ

গাজীপুর, ০১ এপ্রিল, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈরে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় দুইদিন ব্যাপি স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণের প্রথম দিন রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

আরসিএইচসিআইবি (কমিউনিটি ক্লিনিক প্রকল্প) ও সিবিএইচসি ওই প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও সূত্রাপুর ইউনিয়ন পরিষদেরে চেয়ারম্যান হাজী মো. বজলুর রহমানসহ ওই দুই ইউনিয়ন পরিষদের সকল সদস্য প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

এসময় কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. খাইরুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রবীর কুমার সরকার এ প্রশিক্ষণ সভায় বক্তব্য রাখেন।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত