শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু

গাজীপুর, ০১ এপ্রিল, এবিনিউজ : গাজীপুরের কোনাবাড়ি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদন্ড প্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত কয়েদির নাম নজরুল ইসলাম (৫১)। তিনি জয়পুরহাটের আক্কেলপুর থানার দুলালী এলাকার রমজান আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বিকাশ রায়হান জানান, মৃত্যু দন্ডপ্রাপ্ত কয়েদি নজরুল ইসলাম কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়ার পরামর্শ দেন। পরে ওই দিন সন্ধ্যায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত. ঘোষণা করেন।

নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে আছে। সেখানে থেকে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, নিহত নজরুল ২০১২ সালের আক্কেলপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামি ছিলেন। গত ২০১৭ সালের ২৫ জুলাই তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়। এর পর থেকেই সে এ কারাগারেই বন্দি ছিল।

এবিএন/আলমগীর হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত