![পুলিশের উপর হামলার মামলায় বন্দরে কাউন্সিলর গ্রেপ্তার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/arrest_abnews_133207.jpg)
বন্দর (নারায়ণগঞ্জ), ০১ এপ্রিল, এবিনিউজ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও কাউন্সিল হান্নান সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার দুপুরে বন্দর খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বন্দর নবীগঞ্জ বাসষ্ট্যান্ডে পুলিশের উপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
হান্নান সরকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২১নং ওয়ার্ড (বন্দর এলাকার) কাউন্সিলর। পুলিশ তাকে গ্রেফতারের পরই ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে আদালত আগামীকাল সোমবার রিমান্ড শুনানীর দিন ধার্য রেখে তাকে জেল হাজতে প্রেরণ করে।
বন্দর থানার ইন্সেপেক্টর (তদন্ত) হারুন অর রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি নবীগঞ্জ বাস স্ট্যান্ডে পুলিশের উপর হামলার মামলায় সন্দেহ ভাজন আসামী হিসেবে কাউন্সিলর হান্নান সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।
এবিএন/নাসির উদ্দিন/জসিম/এমসি