শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • উলিপুরে অবৈধ পৌর টোল বন্ধের দাবিতে প্রতিবাদ র‌্যালি

উলিপুরে অবৈধ পৌর টোল বন্ধের দাবিতে প্রতিবাদ র‌্যালি

উলিপুরে অবৈধ পৌর টোল বন্ধের দাবিতে প্রতিবাদ র‌্যালি

উলিপুর (কুড়িগ্রাম), ০১ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের উলিপুরে প্রতিবাদ র‌্যালি ও সমাবেশ করেছে রিক্সা, অটো রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন।

আজ রবিবার সকাল ১১টায় উক্ত শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের উপজেলা কার্যালয়ের সামন থেকে একটি প্রতিবাদ র‌্যালি বের করে।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- উলিপুর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রফিক, সাধারণ সম্পাদক ফরিজ উদ্দিন অহম্মেদ, উপজেলা কমিউনিষ্ট পাটির সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, চন্দন কুমার সরকার, বাসদ উপজেলা শাখার সমন্বয়ক আবু সাঈদ আমিন প্রমুখ।

বক্তারা বলেন, ব্যাটারি চালিত অটো রিক্সা ও ভ্যানের অবৈধ পোৗর টোল বন্ধ এবং পৌরসভা সরকার কর্তৃক নির্ধারিত ফিসের মাধ্যমে রিক্সার প্লেট দেয়ার দাবি তুলে ধরেন।

এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত