কুবি (কুমিল্লা), ০১ এপ্রিল, এবিনিউজ : কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ করার আহ্বান জানালেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এফসিএ, এমপি। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এসময় তিনি আরও বলেন, ‘যুগে যুগে ইতিহাসের পুননির্মাণ ঘটেছে। ৮ম শতাব্দীতে ময়নামতীর এই শালবন বিহার ছিলো জ্ঞান-বিজ্ঞানের চারণভূমি। আজ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতেই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়েছি। যুগের চাহিদা পূরণের দিকে লক্ষ্য রেখে বিশ্ববিদ্যালয় বিধি মেনে এই বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও প্রযুক্তিতে রূপান্তর করার দিকে মনযোগ দেওয়া উচিৎ।’
এদিকে হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে নাম ও কাঠামো পরিবর্তন করার কথায় এ নিয়ে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাম পরিবর্তনের পক্ষে-বিপক্ষে মতামত দিচ্ছেন তারা।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আউয়াল চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাখা ছাত্রলীগ সভাপতি-সম্পাদক, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো: আবু তাহের, কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গাকে দুর্নীতিমুক্ত করে তুলতে হবে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠার ১২ বছরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি হয়েছে। এজন্য আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে আমি একঘন্টার জন্যও ভালবাসা নিয়ে কাটাতে পারিনি। আমি আশা করবো বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দপ্তরকে আপনারা দুর্নীতিমুক্ত করে তুলবেন।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয় উপাচার্য বলেন, ‘এখন সময় আমাদের, এখন সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়কে বড় পরিসরে সম্প্রসারিত করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সকল বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে নিজেদের যোগ্যতাবলেই আমরা প্রথম হতে চাই।’
নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা। আলোচনা অনুষ্ঠান শেষে বিকেলে মনমুগ্ধ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করে প্রশাসন যেখানে বিভিন্ন সংগঠনের সদস্য অংশ গ্রহণ করেন।
এবিএন/নাহিদ ইকবাল/জসিম/তোহা