
সিরাজগঞ্জ, ০১ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জ পৌর এলাকায় দু’মহল্লবাসীর মধ্যে তুমুল সংঘর্ষে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ধানবান্ধী ও পুঠিয়াবাড়ি মহল্লরবাসির মধ্যে দফায় দফায় সংঘর্ষ ২০/২৫টি বাড়ীঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধানবান্ধী মহল্লার মুক্তিযোদ্ধা মানিকের ছেলে শিহাব হোসেনের সঙ্গে পুঠিয়াবাড়ি মহল্লার কয়েক যুবকের কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে সোহাগ হোসেনকে মারধর করে ওই যুবকেরা। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে আবারো শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উভয় মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আবারো রক্তক্ষয়ি সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থল এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা