
সিরাজগঞ্জ, ০১ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জে অস্তিত্বহীন কারিগরি স্কুল এ্যান্ড বিএম কলেজ নামে শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন দেয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং (৩৬/১৮)। রোববার দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জজকোর্টের আইনজীবি এ্যাডঃ মোঃ আবুল কালাম। তিনি জানান, শহরের বাহিরগোলা রোডের বাসিন্দা শিক্ষানুরাগী মোঃ রহমতিয়া হোসেন বাদী হয়ে ২২ মার্চ এই মামলা দায়ের করেন।
মামলায় কারিগরি বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সচিব মোঃ মাহবুবুর রহমান, পরিচালক (কারিকুলাম) মোঃ আক্তারুজ্জামান, পরিদর্শক মোঃ আব্দুল কুদ্দুস সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুশীল কুমার পাল, কারিকুলাম বিশেষজ্ঞ (বিএম) মোঃ আনোয়ার হোসেন মৃধা, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ আলমগীর ও উপ-সচিব (২) সুবোধ চন্দ্র ঢালী, সিরাজগঞ্জ কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ সাদিকুর রহমান (জুয়েল) এবং সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলমকে আসামী করা হয়েছে।
এ মামলার বাদী রহমতিয়া হোসেন জানান, অস্তিত্বহীন সিরাজগঞ্জ কারিগরি স্কুল ও বিএম কলেজ কর্তৃপক্ষ প্রতারণার আশ্রায় নিয়ে নিরীহ ছাত্রছাত্রীদের ভর্তি দেখিয়ে সিরাজ উদ্দীন কারিগরি স্কুল ও বিএম কলেজের নাম দিয়ে পরীক্ষায় অংশ গ্রহণের পায়তারা শুরু করে। জালিয়াতি ও ভুয়া কাগজের মাধ্যমে স্থাপিত ‘সিরাজগঞ্জ কারিগরি স্কুল ও বিএম কলেজ’ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ২০১৭ সালের ৪ মে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর একটি লিগ্যাল নোটিশ প্রদান করা হয়। যার অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ও উপ-সচিব ২ বরাবরে প্রেরণ করা হয়। ওই নোটিশে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ সদর উপজেলার রাণীগ্রাম মৌজার জেএল নং-১৫৩, দাগ নং-২০৫৭, কোড নং-২৫২০২ এই ঠিকানায় ২০১৬ সালের ১৯ জুলাই বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড সিরাজগঞ্জ কারিগরি স্কুল ও বিএম কলেজের বিএম শাখার অ্যাফিলিয়েশন প্রদান করে।
পরবর্তীতে ২০১৬ সালের নভেম্বর মাসে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের উপ-পরিচালক (প্রকাশনা) ও সিরাজগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এসএসসি ভোকেশনাল শাখা সংযোজনের নিমিত্তে পরিদর্শনে আসেন। প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে উপরোক্ত ঠিকানায় এর কোন অস্তিত্ব খুঁজে পাননি পরিদর্শকগণ। অস্তিত্বহীন প্রতিষ্ঠান হওয়ায় এ বিষয়ে পরিদর্শকগণ সংশ্লিষ্ট অধিদপ্তরে কোন প্রতিবেদন দাখিল করেননি। সিরাজগঞ্জ কারিগরি স্কুল ও বিএম কলেজ-২৫২০২, রাণীগ্রাম, পোঃ পৌরসভা উপজেলাঃ সদর, জেলাঃ সিরাজগঞ্জ ২০১১ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি স্থাপনের অনুমতি দেয়া হয়। এরপর পাঠদানের জন্য দুইবার পরিদর্শন আসলেও ভাড়া বাড়ীর কারণে প্রতিষ্ঠানটি পাঠদানের অনুমতি পায়নি।
২০১৬ সালের মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠানের তথাকথিত সভাপতি টাঙ্গাইলের বাসিন্দা এম. জাহাঙ্গীর আলম ও অধ্যক্ষ মোঃ সাদিকুর রহমান জুয়েল জাল-জালিয়াতি ও ঘুষের বিনিময়ে প্রতিষ্ঠানটির অনুমোদন নিয়ে আসেন বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর (রাণীগ্রাম) এর প্রত্যয়নে দেখা যায় যে, রাণীগ্রাম মৌজায়- সিরাজগঞ্জ কারিগরি স্কুল ও বিএম কলেজ-২৫২০২, এই নামে কোন প্রতিষ্ঠান নেই।
শুধু তাই নয় বাকাশিবোর অনুমতি ছাড়াই স্বীকৃতি ঠিকানা রানীগ্রাম মৌজা থেকে স্থান পরিবর্তন করে প্রায় ১৫ কিলোমিটার দূরে কালিয়া হরিপুর ইউনিয়নের প্রি-ক্যাডেটে সিরাজগঞ্জ কারিগরি স্কুল ও বিএম কলেজে ভর্তিসহ নানা কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে পরপর লিখিতভাবে কয়েকটি অভিযোগ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ বরাবর প্রেরণ করা হয়। এ বিষয়ে স্থানীয় দৈনিক ও জাতীয়সহ বিভিন্ন অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এতে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড বিষয়টি নিয়ে তদন্তের জন্য কারিগরি শিক্ষাবোর্ডের পরিচালক (সিবিটি) মুরাদ হোসেন মোল্লাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির কাছেও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর আলম কোন কাগজপত্র দেখাতে পারেননি।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা