![আদমদীঘিতে কোচের ধাক্কায় আহত ১৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/bagura_abnews24_133226.jpg)
আদমদীঘি (বগুড়া), ০১ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার আদমদীঘি বাসষ্ট্যান্ড এলাকায় আজ রবিবার বেলা ১১ টায় বগুড়া-নওগাঁ গামী কোচের ধাক্কায় নারী ও শিশু সহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জন কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে এক জনের অবস্থা আসংস্কা জনক হলে তাকে বগুড়া শজিমেকে স্থানান্তর করেন। অন্যান্যদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, রবিবার সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁ গ্রামী একটি কোচ গাড়ী আদমদীঘি বাসষ্ট্যান্ড এলাকায় পৌছে গাড়ীর ডাইভার অসাবধানতার কারনে পথচারীদের ধাক্কা দিলে কম পক্ষে ১৫ জন আহত হয়। আহতরা হলেন, উপজেলার নুর মোহাম্মদ (৬০) শাবনাজ (১১) মৌসুমী (৩০) রাজু আহম্মেদ (৩৫) সামিউল (৫০) সালমা (২৬) আকবর (৫২) এদের মধ্যে অবস্থা অবনতি হওয়ায় নুর মোহাম্মদকে বগুড়া স্থানান্তর করেন।
এবিএন/আনোয়ার হোসাইন/জসিম/তোহা