![দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/sova_abnews_133241.jpg)
দেবহাটা (সাতক্ষীরা), ০১ এপ্রিল, এবিনিউজ : দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠান আজ রবিবার সকাল সাড়ে ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি শেখ মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যান সমিতির কার্য্যকরী সভাপতি শওকত হোসেন।
উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ঠিকাদার কল্যান সমিতির সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, কালীগঞ্জ উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সহ-সভাপতি শেখ মোনায়েম হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল করিম বাপ্পা, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।
এসময় জেলা ঠিকাদার কল্যান সমিতির নেতৃবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, কোষাধ্যক্ষ আবুল কালাম, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের কাদু, আবুল হাসান, কিংকর কুমার দে বিভিন্ন সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা ঠিকাদার কল্যানে একযোগে সকলকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এবিএন/আর.কে.বাপ্পা/জসিম/এমসি