![গাইবান্ধায় নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/sova_abnews_133243.jpg)
গাইবান্ধা, ০১ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধা থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মুলে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করবে। এক্ষেত্রে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা একান্ত অপরিহার্য। সেইসাথে মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে গাইবান্ধা পুলিশের ভূমিকা হবে জিরো টলারেন্স।
আজ রবিবার গাইবান্ধা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পুলিশ সুপার মা. আব্দুল মান্নান মিয়া এ কথা বলেন।
তিনি উল্লেখ করে বলেন, সাংবাদিক ও পুলিশের কাজের ধরণ আলাদা হলেও তারা উভয়ই জনকল্যাণ ও সামাজিক সমস্যা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। সেজন্য এ জেলার জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, জুয়া নিয়ন্ত্রণে তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।
এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা থেকে ইভটিজিং প্রতিরোধ, সড়কে কাকড়া অবাধ চলাচল নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্যাহ আল ফারুক, ডিআই- ওয়ান মইনুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, ওসি ডিবি মেহেদী হাসান প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতেই পুলিশ সুপার গাইবান্ধা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবু জাফর সাবুর হাতে শুভেচ্ছা স্বরূপ ফুলের তোড়া তুলে দেন। এসময় প্রেস ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন প্রকাশনা পুলিশ সুপারকে প্রদান করা হয়।
গাইবান্ধা প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আবু জাফর সাবু, গোবিন্দলাল দাস, সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, অমিতাভ দাশ হিমুন, আব্দুস সামাদ সরকার বাবু, দীপক কুমার পাল, নুরুজ্জামান প্রধান, ইদ্রিসউজ্জামান মোনা, উত্তম সরকার, উজ্জল চক্রবর্ত্তী, আরিফুল ইসলাম বাবু, এবিএম ছাত্তার, আফরোজা লুনা, রিকতু প্রসাদ প্রমুখ।
মতবিনিময়কালে সাংবাদিকরা গাইবান্ধার আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন, বিভিন্ন সমস্যা, সংকট নিরসনসহ জনকল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে বক্তব্য রাখেন। সভায় ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি