![‘সংবিধান অনুযায়ী দেশে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/sova_abnews_133245.jpg)
গাইবান্ধা, ০১ এপ্রিল, এবিনিউজ : বাংলাদেশ জাতীয় সংসদ (গাইবান্ধা-জয়পুরহাট) সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বলছেন বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোনো বিকল্প নেই।
আজ রবিবার গাইবান্ধার পলাশবাড়ী এসএএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ন্যাশনাল সার্ভিস কর্মসূচির প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শনকালে তিনি এসব বলেন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিলে আপনারা দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি শিক্ষিত বেকার যুবকদের ঘরে-ঘরে চাকুরী প্রদান। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রাধিকার প্রকল্প ন্যাশনাল সার্ভিস প্রকল্প আজ সারা দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে। ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতার বিরোধী করেছিল ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তাদেরকে আপনারা ভাল করে জানেন।
এসময় তিনি বিএনপি-জামায়াতের ব্যাপক সমালোচনা করে বলেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। ২০১৪ সালের মত নির্বাচনে কেউ বাধা দান করলে জনগণ তা প্রতিহত করবে।
পলাশবাড়ী এসএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাজুল ইসলাম ছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে এমপি উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে কৃষকদের সাথে এক গণশুনানী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি