![উলিপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/ulipur-map_133247.jpg)
উলিপুর (কুড়িগ্রাম), ০১ এপ্রিল, এবিনিউজ : ‘রুখতে পারলে দুর্নীতি, উন্নয়নে আসবে গতি’ এই স্লোগান সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র্যালীটি উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উলিপুর প্রেসক্লাব হল রুমে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক অধ্যাপক ফিরোজ আলম, সদস্য মিজানুর রহমান বিপ্লব, শেখ আব্দুল কাইয়ুম, নুরে আলম সিদ্দিকী, নারী নেত্রী ফরিদা ইয়াসমিন প্রমুখ।
এবিএন/আব্দুল মালেক/জসিম/এমসি