![পটিয়ায় প্রশ্ন ফাঁসে বন্ধের দাবিতে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/rally_abnews_133249.jpg)
পটিয়া (চট্টগ্রাম), ০১ এপ্রিল, এবিনিউজ : “শিক্ষা খাতে সুশাসন ও মেধা ভিত্তিক বাংলাদেশ: চাই পরীক্ষার প্রশ্ন ফাঁসের কার্যকর নিয়ন্ত্রণ” এ স্লোগানকে সামনে নিয়ে এক মানববন্ধন কর্মসূচি আজ রবিবার চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরের পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে আসন্ন এইচএসসি পরীক্ষাসহ সকল পাবলিক পরীক্ষা ও সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হওয়া বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সনাক সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে এ সংক্রান্ত টিআইবি’র ধারণা পত্র উপস্থাপন করেন সনাক সহ-সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র।
টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও পটিয়া থিয়েটারের সভাপতি মুহাম্মদ ছৈয়দ, সনাক সদস্য সাংবাদিক আবদুর রাজ্জাক ও শীলা দাশ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রূপক সেন, সনাক সদস্য নিত্যময় চৌধুরী, বর্ণরেখা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক বিশ^জিৎ খাস্তগীর, স্বজন সমন্বয়ক নুরুল ইসলাম, শিক্ষক জসীম উদ্দিন, ইয়েস দল নেতা নাছমিন আকতার, সহ-দল নেতা শৈলী দাশ ও রবিউল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি বিষয় প্রশ্ন ফাঁস। প্রাথমিক সমাপনী পরীক্ষা থেকে শুরু কওে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা, এসএসসি, এইচএসসি, ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের যে মহামারি শুরু হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক।
পরীক্ষার আগেই প্রশ্ন পাওয়া যাচ্ছে এবং তা মূহুর্তের মধ্যেই বিভিন্ন মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ছে। অনেক সময় আগাম ঘোষণা দিয়ে প্রশ্ন ফাঁস করা হচ্ছে। প্রশ্ন ফাঁসের কারণে শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে, পড়ালেখার প্রতি আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা। হতাশা দানা বেধেঁছে তরুণ প্রজন্মেও মাঝে।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগান সম্বলিত পোস্টার ও প্লেকার্ড প্রদর্শন করেন।
এসময় শিক্ষার্থীদের হাতে লেখা ছিলো- “হবে যদি প্রশ্ন ফাঁস, পড়বো কেনো বারো মাস”, “প্রশ্ন ফাঁসের মহোৎসবে শিক্ষাব্যবস্থা আজ পদতলে”, “প্রশ্ন ফাঁস জাতিকে মেধাশূন্য করে দিচ্ছে”, “প্রশ্ন ফাঁস রোধে যথাযথ তদারকি নিশ্চিত করুন”, “প্রশ্ন ফাঁস এক ভাইরাস, হবে জাতির সর্বনাশ” ইত্যাদি।
মানববন্ধনে প্রায় শাতাধিক লোক অংশগ্রহণ করেন।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এমসি