শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পিরোজপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ কাজে গাফিলতির অভিযোগ
ডাক্তার ও ভবন সংকটে স্বাস্থ্য সেবা ব্যাহত

পিরোজপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ কাজে গাফিলতির অভিযোগ

পিরোজপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নির্মাণ কাজে গাফিলতির অভিযোগ

কাউখালী (পিরোজপুর),০১ এপ্রিল, এবিনিউজ : অনিয়মের কারণে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে ৩ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজ ১০ বছর পূর্বে শুরু করার পর পরই বন্ধ হয়ে গেছে। ২০০৮ সালের ২৫ আগস্ট মেসার্স নুরই এন্টারপ্রাইজ নামে বরিশালের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণ কাজ পান।

২০০৮ সালের ২৫ আগস্ট ওই ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয় । ওই কার্যাদেশের ১৮ মাসের মধ্যে সম্প্রসারিত অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শেষ হবার কথা থাকলেও সিকি ভাগ কাজের কিছু না করায় বছরের পর বছর ভবন নির্মাণের জন্য দুইটি পুকুর খনন করে রেখে দেয়।

কর্তৃপক্ষের নিকট বারবার এ ব্যাপারে আবেদন নিবেদন করার পরে গত ২৫ শে জুন ২০১৪ ইং তারিখ নুরী এন্টার প্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের দরপত্রের কার্যাদেশ বাতিল করে। এতে হাসপাতালের সম্প্রসারিত নতুন দ্বিতল ভবন নির্মাণও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪ ইউনিটের ২টি নতুন আবাসিক ভবন নির্মাণ, একটি নতুন দ্বিতল বর্হিবিভাগ ভবন ও পুরনো হাসপাতাল ভবন এবং কোয়াটার গুলোর সংষ্কারের কাজ গুলো অন্তর্ভুক্ত। এদিকে উপজেলার চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে।

প্রশাসনিক কর্মকর্তা ও দুই জন চিকিৎসক নিয়ে জোড়াতালি দিয়ে চলছে দেড় লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা। চিকিৎসক সংকট ছাড়াও ১০ বছর পূর্বে ঘোষনা করা ঝুকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সেটির চিকিৎসা সেবা কার্যক্রম। সামান্য বৃষ্টি হলেই স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনের ছাদ চুয়ে পানি পড়া, সিলিং ও ভিম থেকে কংক্রিট ভেঙে পড়া নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারীদের আবাসস্থলের অবস্থাও অত্যন্ত করুণ।

যে কোন সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশংকা চিকিৎসক কর্মচারীদের। কমিউনিটি ক্লিনিক গুলোও চলছে নামকাওয়াস্তে এর কর্মকান্ড মনিটর করারও কোন ব্যবস্থা নেই। সব মিলিয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ব্যবস্থায় করুণ হাল বিরাজ করছে। পিরোজপুর জেলার ৭৯.৬৪ বর্গকিলোমিটার আয়তনের কাউখালী উপজেলাটি পাঁচটি ইউনিয়ন নিযে গঠিত।

উপজেলা সদরের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৯ জন এবং ৫ ইউনিয়নে ৫ টি এফডব্লিউসিতে একজন করে চিকিৎসক থাকার কথা। কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান জানান, শিয়ালকাঠির এফডব্লিউসিতে ডা. ওসমান গনি থাকলেও ডেপুটেশনে ঢাকা মেডিকেলে একটি দুই বছর মেয়াদী কোর্সে অংশগ্রহণ করছেন। যার ফলে ৫টি এফডব্লিউসিতে কোন ডাক্তার না থাকায় প্রত্যন্ত অঞ্চলের গরীব অসহায় রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন বহুবার আবেদন নিবেদনের পর ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করনের জন্য ভবন নির্মানের কাজ শুরু হলে ঠিকারের ও প্রকৌশল বিভাগের দুর্নীতির কারনে তা বন্ধ হয়ে গেছে। ১০ বছর পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সভবনটি ঝুকিপুর্ন ভবনহিসেবে ঘোষনা করাহয়। বিকল্প কোন ভবন না থাকায় জরাজীর্ন ভবনের মধ্যে চলছে হাসপাতালের ইনডোর ও আউটডোর চিকিৎসা সেবা চলছে।

এছাড়া বিশেষজ্ঞ কোন চিকিৎসক না থাকায় সাধারণ কোন সমস্যায়ও ৬০ কিলোমিটার পথ অতিক্রম করে বরিশাল শেবাচিম হাসপাতালে যেতে হয়। যেমন গাইনী বিভাগ, এথেন্সিয়া বিভাগ, ডেন্টাল বিভাগ, প্যাথলজি বিভাগ, আরএমও বিভাগে কর্মরত চিকিৎসক দীর্ঘদিন পর্যন্ত না থাকায় চরম দুর্ভোগের মধ্যে উপজেলাবাসী রয়েছে।

এক বছর পূর্বে ডেন্টাল সার্জন হিসেবে ডা. লিটন ভুষন বড়ালকে পদায়ন করা হলেও তিনি যোগদান করে সেদিনই ঢাকায় সোহরাওয়ার্দি হাসপাতালে চলে যান। অপর এক মেডিকেল অফিসার গত ৭/৫/২০১৬ তারিখে যোগদান করেই ৫ দিনের ছুটিতে যান। ছুটিতে গিয়ে ফিরে না আসায় দুইবার চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠি ফেরৎ এসেছে। কয়েকদিন পূর্বে তিনি দেড় মাসের মেডিকেল ছুটির আবেদন পাঠিয়েছেন। আর একজন মেডিকেল অফিসার ডা. ওয়ালিউর মিরাজ দুই মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ে করে এসেছেন।

এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন জানান দীর্ঘ দিন ধরে এ সমস্যা রয়েছে। আমাদের কাজ উর্ধতন কর্মকর্তাদেরকে বিষয়টি জানানো। বার বার বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগের ডিজি মহোদযকেও বিষয়টি জানানো হয়েছে এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান জানান, স্বাস্থ্য কমপ্লেক্স ভবন ও ডাক্তারদের আবাসিক ভবনগুলো চরম ঝুঁকিপূর্ণ থাকায় কোন ডাক্তার এসে এখানে চাকুরী করতে চান না বিধায় ডাক্তার সংকটও কাটছে না।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত