![আশাশুনিতে দুই ইটভাটাকে জরিমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/01/ashasuni-map_133251.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ০১ এপ্রিল, এবিনিউজ : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি ইটভাটাকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে বড়দল ইউনিয়নে অবস্থিত দুটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন-নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর আওতায় ফাইভ স্টার ব্রিক্সকে ১ লক্ষ টাকা এবং কাদের ব্রীক্সকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমত ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি