
রাণীশংকৈল (ঠাকুরগাঁও),০১ এপ্রিল, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে গত ১ এপ্রিল উপজেলা শিক্ষা বিভাগের উদ্যাগে ১৫৬টি বিদ্যালয়ে শত ভাগ মিড ডে মিল বাস্তবায়ন বিষয়ক ঘোষনা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আফরিদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার - জামাল উদ্দীন চৌধুরী , প্রধান অতিথি মিড ডে মিলের ঘোষনা দেন - অধ্যাপক ইয়াশিন আলী সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩।
আরও বক্তব্য রাখেন- সেলিনা জাহান লিটা, সংরক্ষিত আসন -৩০১, সইদুল হক- সাবেক উপজেলা চেয়ারম্যান। এসময়ে উপস্থিত ছিলেন মাহফুজা বেগম ভাইস চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম-পৌর আ.লীগ সভাপতি, সহকারি উপজেলা অফিসার মুনজুর আলম, সাজ্জাদ হোসেন, গোলাম রব্বানী সরদার, শিমান্ত বসাক, অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি শিক্ষা কর্মকর্তা ঘনোস্বাম।
এবিএন/মো. মোবারক আলী/জসিম/এনকে