শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রামপালে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে নিহত ১

রামপালে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে নিহত ১

রামপাল (বাগেরহাট),০১ এপ্রিল, এবিনিউজ : আজ শনিবার ভোররাতে র‌্যাব -৮’র ক্রস ফায়ারে এক ব্যাক্তি নিহত হয়েছে। তার নাম মো. হায়দার আলী। তবে তার পিতার নাম বা তার এলাকা জানা যায়নি।

র‌্যাব-৮ ও রামপাল থানা সুত্রে জানা গেছে যে নিহত হায়দার একজন বনদস্যু ছিল। উপজেলার কৈগরদাশকাঠি সাকিনস্থ রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উত্তর পশ্চিম কোনে ক্রস ফায়ারের এ ঘটনা ঘটে।

ক্রস ফায়ারের পর সেখান থেকে তিনটি কাঠের বাট যুক্ত এক নালা দেশীয় বন্দুক, দেশীয় তেরী কাঠের বাট যুক্ত একটি এল.জি., ১২টি তাজা কার্তুজ ও ২১টি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

বিষয়টি রামপাল থানা পুলিশকে জানালে রামপাল থানা পুলিশ সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য তার লাশ বগেরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

এবিএন/মো. সাইফুল আলম/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত