
নীলফামারী, ০২ এপ্রিল, এবিনিউজ : নীলফামারীর ডোমারে অবৈধভাবে অটোরিক্সা চালকদের কাছে চাদাঁ বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে ডোমার বাটার মোড়ে বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যান সোসাইটি এই কর্মসূচীর আয়োজন করে।
বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যান সোসাইটির ডোমার উপজেলা সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ময়নুল হক মনুর সভাপেিতত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয়পার্টি নেতা আসাদুজ্জামান চয়ন,বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহম্মেদ ডন ও বিভিন্ন ইউনিটের শ্রমিক নেতারা। প্রতিবাদ সভায় ডোমারে অটো রিক্সা থেকে জোড়পুর্বক চাদা বন্ধের দাবী জানানো হয়।
ময়নুল হক মনু জানান, ডোমারে প্রায় ৫ হাজার অটো রিক্সা রয়েছে। এই অটো রিক্সা চালকদের কাছ থেকে প্রতিদিন জোড়পুর্বকভাবে চাদা নিয়ে আত্মসাত করা হয়। তাদের শ্রমের টাকা দিয়ে কেউ কেউ দালানকোঠা নির্মান করেছেন। তিনি অটোরিক্সা চালকদের কাছ থেকে চাদাঁ বন্ধের দাবী জানিয়ে বলেন, সোমবার থেকে যদি কোন অটোচালকদের কাছ থেকে চাদাঁ নেওয়া হয় তবে তিনি শ্রমিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।
ডোমার থানা অফির্সাস ইনচার্জ মোঃ মোকছেদ আলী জানান, আমি দুই শ্রমিক সংগঠনকেই অটোরিক্সা চালকদের কাছ থেকে চাদাঁ তুলতে নিষেধ করেছি। অটো চালকরা তাদের ইচ্ছামত যাত্রী আনা নেওয়া করতে পারবে।
এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর