![ঝালকাঠির রাজাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/jhalokathi-accident_133302.jpg)
ঝালকাঠি, ০২ এপ্রিল, এবিনিউজ : ঝালকাঠির রাজাপুরে সড়ক দূর্ঘটনায় টমটম চালক ও নবম শ্রেনীর ছাত্র ইয়াছিন হোসেন (১৪) নিহত ও মুরগীর ব্যবসায়ী ইমাম হোসেন (৪৫) আহত হয়। গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলার পিংড়ি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্নে পিংড়ি-বলারজোড় সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত টমটম চালক ইয়াছিন উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের ইনছাব আলীর ছেলে ও আউখিড়া এসবিএস মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র। আহত মুরগী ব্যবসায়ী ইমাম হোসেন উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, মুরগী ভর্তি টমটমটি পিংড়ি মোড় গুড়ে ধানসিঁড়ি সড়ক দিয়ে কেওতা যাওয়ার পথে পিংড়ি বাসস্টান থেকে একটু দূরে টমটমের পিছনের চাকা খুলে গেলে এ দূর্ঘটনা ঘটে। ঘটনা স্থলেই ইয়াছিন নিহত হয়। ইমাম হোসেনকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর