![জয়পুরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/joypurhat@abnews_133303.jpg)
জয়পুরহাট, ০২ এপ্রিল, এবিনিউজ : ‘নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশষ্ট্য সম্পন্ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে নানা আয়োজনে বিশ্ব অটিজম দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার ১০টায় জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অটিজম শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান তালুকদার রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক আ ত ম আব্দুল্লাহেল বাকী, জেলা পরিষদের প্রধান নির্বাহী তোফাজ্জল হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সেলিম শাহ, সহকারী পরিচালক এ এস এম কাউসার রহমান, জেলা এনজিও সমন্বয় পরিষদের আহ্বায়ক অপুর্ব সরকার প্রমুখ।
পরে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর