![ডাকসু নির্বাচনের দাবিতে ফের অনশনে ওয়ালিদ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/walid_133306.jpg)
ঢাকা, ০২ এপ্রিল, এবিনিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে ফের অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন কোর্সের শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ।
গতকাল রবিবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে ওয়ালিদ ফের অনশন শুরু করেন।
এর আগে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে গত ২৫ নভেম্বর ২০১৭ থেকে ১৫ দিনের অনশনে ছিলেন এই শিক্ষার্থী। সেই সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ডাকসু নির্বাচনের আশ্বাস দিয়ে তার অনশন ভাঙান।
জানতে চাইলে ওয়ালিদ আশরাফ বলেন, ডাকসুর নির্বাচনের দাবিতে আমি আবারও অনশনে বসতে বাধ্য হয়েছি। আমার প্রত্যাশা ছিল, বর্তমান ডিজিটাল সুবিধায় ও প্রশাসনের সহযোগিতায় দ্রুত এই নির্বাচন সম্ভব হবে। কিন্তু বর্তমান প্রশাসন এক বছরের প্রস্তুতির সময় চেয়ে তার অযোগ্যতাই তুলে ধরেছে।
আদালতের দেওয়া পূর্ণাঙ্গ সিনেট গঠন এবং ডাকসু নির্বাচনের শেষ তারিখ আগামী ১০ এপ্রিল শেষ হবে। কিন্তু ডাকসু নির্বাচনের বিষয়ে আদালতের নির্দিষ্ট তারিখ অমান্য করে গত ২৭ ফেব্রুয়ারি ঢাবি কর্তৃপক্ষ সব পক্ষের সঙ্গে আলোচনা করে। এমনকি সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ২০১৯ সালের ৩০ মার্চের মধ্যে ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার ঘোষণা দেয়।
সে জন্য ওই বছরের ৩০ মের মধ্যে হলগুলোকে ডাকসু নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। এ ছাড়া সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করতে পরিবেশ সংসদকে পুনরুজ্জীবিত করে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ২৮ বছর ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচনের তারিখ কয়েকবার ঘোষণা করলেও সেই নির্বাচন নানা কারণ দেখিয়ে বাদ দেওয়া হয়েছে। ডাকসু নির্বাচনের দাবিতে বিভিন্ন বাম ছাত্র সংগঠন নিয়মিত আন্দোলন করে যাচ্ছে ।
এবিএন/সাদিক/জসিম