ঢাবি, ০২ এপ্রিল, এবিনিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষা ইনস্টিটিউট (আইইআর)-এর উদ্যোগে “বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন: শিক্ষায় করণীয়, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা” শীর্ষক জাতীয় পর্যায়ে ২ দিনব্যাপী জাতীয় কনফারেন্স গত ৩১ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ও আইইআর ভবনে অনুষ্ঠিত হয়।
আইইআর- এর এই কনফারেন্সের অন্যতম লক্ষ্য হচ্ছে- এসডিজি লক্ষ্যার্জনে শিক্ষার করণীয় সম্পর্কে গভীর বোধগম্যতা সৃষ্টি ও জ্ঞানের বিস্তরণ ঘটানো, এসডিজি বাস্তবায়নে বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও বাধাসমূহ নির্ধারণ, চিহ্নিত বাধাঁসমূহ দূরীভূত করণে সম্ভাব্য উদ্যোগের রূপরেখা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন লক্ষ্য অর্জনে শিক্ষা কিভাবে ভূমিকা রাখতে পারে তা নির্ধারণ এবং এসডিজি বাস্তবায়নের জন্য বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সম্ভাব্য এজেন্ডা নির্ধারণ এবং ভবিষ্যত কর্মপন্থা সম্পর্কে রূপরেখা প্রণয়ন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবশেন এবং আই.ই. আর -এর অতীত হতে বর্তমান পর্যন্ত কর্মকান্ডের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এম পি।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রফেসর তাহমিনা আখতার, সম্মানিত পরিচালক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইউনেস্কো বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশিনের সদস্য প্রফেসর ড. ইউসুফ আলী মোল্লা, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মো. সোহরাব হোসেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন অথরিটির নির্বাহী পরিচালক জনাব কাজী এম আমিনুল ইসলাম, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক জনাব আবুল কালাম আজাদএবং একুশে পদক জয়ী শিক্ষাবিদ আইইআর- এর সাবেক পরিচালক অধ্যাপক ড. শরিফা খাতুন।
প্রথম থিম পেপারটি পাঠ করেন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আহসান, যার শিরোনাম হলো Achieving SDG in Bangladesh through Education: The Necessity of a Revolution এসডিজি নিয়ে শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের প্রাতিষ্ঠানিক চিন্তা ভাবনা তুলে ধরা হয় এই থিমপেপারে।
ইউনেস্কো থেকে আগত গবেষকগণ ‘Sustainable Development Goal 4- Education 2030’ শরিোনামে থিম পেপারটি উপস্থাপন করেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) জনাব মো. গিয়াস উদ্দিন আহমেদ যথাক্রমে ‘SDG-4and Readiness at Secondary and Higher Education Division, Ministry of Education’ এবং 'Role of MoPME in achieving Inclusive and Equitable Quality Primary Education through SDG-4’ শির্ষক প্রবন্ধ পাঠ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওয়াহিদুজ্জামান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব মোহাম্মদ আসিফ উজ্জামান, প্রফেসর ড আব্দুল মালেক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর সৈয়দা তাহমিনা আখতার।
আয়োজনে সহযোগিতা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন অথরিটি, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ব্যাংকক হসপিটাল, আইইআর এ্যালামনাই এসাসিয়েশন এবং ইউনেস্কো বাংলাদেশ।
মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন ডেইলি স্টার, সময় টেলিভিশন এবং দৈনিক সমকাল।
এবিএন/মাইকেল/জসিম/এমসি