![পাবর্তীপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তরা সরকারের সহযোগিতা পায়নি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/dinajpur-parbotipur@abnews_133314.jpg)
পাবর্তীপুর (দিনাজপুর), ০২ এপ্রিল, এবিনিউজ : ৪ দিন অতিবাহিত হওয়ার পরও শিলা বর্ষনের ক্ষতিগ্রস্তদের তালিকা প্রনয়ন হয়নি। সরকারের পক্ষ থেকে ত্রাণ বা কোন সহযোগীতা পায়নি ক্ষতিগ্রস্তরা। তালিকা প্রনয়নের চেয়ারম্যানদের গড়িমুষি। অনেকে জমা দিয়েছে আবার কেউ দেয়নি। তাগিদ দেওয়া হয়েছে তালিকা প্রনয়নের জন্য বলে জানান ত্রাণ অফিস।
চৈত্র মাসের মাঝ পথে শুরু হয়েছে কালবৈশাখী শিলা ঝড় বৃষ্টি। আগাম বার্তা নিয়ে এলো কাল বৈশাখী। বিপাকে পড়েছে গরীব ও দুঃখি মানুষেরা। পাবর্তীপুরে শিলাবর্ষণে বাড়িঘর দোকানপাট উঠতি ফসলের ব্যপক ক্ষতি সাধন হয়েছে। গত শুক্রবার দপুরে পাবর্তীপুর উপজেলায় শিলাবষর্ণে বাড়িঘর, দোকানপাট, আবাদের ফসল, গাছপালা ভাংচুর করেছে। কাল বৈশাখী ঝড়ের মতো বয়ে গেলে শিলাবষর্ণের ঝড় বৃষ্টি।
প্রচন্ড শিলাপাতে সৈয়দ আলী (৫০) নামে এক ব্যক্তি মারা গেছে। তার পিতার নাম মৃত লাল মিঞা। বড়চন্ডিপুর চৈতাপাড়া গ্রামে বাড়ী। হঠাৎ প্রচন্ডবেগে শিলাবৃষ্টি যখন শুরু হয় তখন সৈয়দ আলী তার ভাইসহ ঘরবাড়ী মেরামতে নিয়োজিত ছিল। শিলার আঘাতে ৫ ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে উপজেলা হেলথ কমপ্লেস হাসপাতাল সূত্রে জানা গেছে। শিলাপাতে পৌরসভাসহ ১০ ইউনিয়ন ও পাশর্^বতী অঞ্চলে টিন নির্মিত ঘরবাড়ী, দোকান পাঠ, শিক্ষা প্রতিষ্ঠান তছনছ, লন্ডভন্ড হয়ে গেছে।
শহরের ব্যবসা প্রতিষ্ঠান তাজ বেকারী ঝড়ের কবলে পড়ে ভাংচুর ও তছনছ করে ফেলে। এতে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধন হয়। এ ব্যাপারে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম আজ সোমবার দুপুরে জানান শিলাবষর্ণ ও ঝড়ে উপজেলায় গ্রামগঞ্জে ও শহরে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি নির্ধারণের বিষয় ইউপি চেয়াম্যানদেরকে নিদের্শ দেওয়া হয়েছে ক্ষতি নির্ধারণের এবং ১০টি ইউ’পির মধ্যে ২/৩ জন চেয়ারম্যান তালিকা দিয়েছে। তিনি আরও বলেন ক্ষতিগ্রস্তদের তালিকা প্রক্রিয়াধীন। এদিকে হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুল ইসলাম জানান, গত বছরের বর্ন্যায় যে ক্ষতি হয়েছে তার চারগুণ ক্ষতি হয়েছে শিলা বর্ষনে।
এবিএন/ এম. এ. জলিল/জসিম/নির্ঝর