বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • উলিপুরে ২শিশুকে ফেরত দিলেন অতিরিক্ত পুলিশ সুপার

উলিপুরে ২শিশুকে ফেরত দিলেন অতিরিক্ত পুলিশ সুপার

উলিপুরে ২শিশুকে ফেরত দিলেন অতিরিক্ত পুলিশ সুপার

উলিপুর (কুড়িগ্রাম) , ০২ এপ্রিল, এবিনিউজ : পুলিশী ক্ষমতা দেখিয়ে নিজ বাড়ীতে গৃহকর্মী হিসাবে রেখে দেয়া দু-বোনকে অবশেষে আন্দোলনের মূখে ফেরত দিলেন উলিপুরের বি-সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান। গত শুক্রবার আনুষ্ঠানিক ভাবে কুড়িগ্রাম পুলিশ সুপারে মাধ্যমে শারমীন বেগম (১২) ও পারভীন বেগম (৯) নামে দুই শিশুকে তার পিতা জাহাঙ্গীর কবিরাজের হাতে তুলে দেন পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম।

জানা গেছে, মাহমুদ হাসান অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুড়িগ্রামের উলিপুরে যোগদান করার পর উলিপুরের মাটি ও মানুষকে নিয়ে আপত্তিকর মন্তব্যসহ একের পর এক পুলিশী ক্ষমতার অপব্যবহার করতে থাকেন। এরপর উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর ভেন্ডার পাড়া গ্রামের জাহাঙ্গীর কবিরাজের মেয়ে শারমীন আক্তার স্থানীয় একটি বিদ্যালয়ে লেখাপড়া করতো। প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করতে পথিমধ্যে এলাকার এক যুবক প্রায় উত্তাক্ত করতো।

জাহাঙ্গীর কবিরাজ এর প্রতিকার চেয়ে থানায় আসলে অফিসার ইনচার্জের চেয়ারে বসা ঐ কর্মকর্তা তার মেয়েকে থানায় নিয়ে আসতে বলেন। তার কথা মতে পরদিন শারমীন আক্তারকে থানায় নিয়ে আসলে ঐ কর্মকর্তা মেয়েটিকে তার বাসায় রেখে দিয়ে অপর মেয়ে পারভীন খাতুনকে নিয়ে আসতে বলেন। পরে ছোট মেয়ে পারভীনকে নিয়ে আসলে ঐ কর্মকর্তা জাহাঙ্গীর কবিরাজকে অনেক ভয়ভীতি প্রদর্শন করে তার হাতে কিছু অর্থ দিয়ে বিদায় দেন।

এরপর কন্যার দেখা আর মিলছে না, এরই মধ্যে জাহাঙ্গীর কবিরাজের শ্বশুর মারা গেলে ঐ কর্মকর্তার কাছে অনেক আকুতি করেও মৃত নানাকে শেষবারের মত দেখতে দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়া থানায় আসা বিভিন্ন মামলার বাদী ও বিবাদীদের কাছ থেকে ভিতি প্রদর্শন করে ঐ কর্মকর্তা কাছে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নিজের কাছে একাধিক স্ট্যাম্প রেখে দেয়ার অভিযোগ রয়েছে। ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার মধ্যে একটি স্ট্যাম্প পুলিশ সুপারের কাছে জমা দিয়েছেন।

এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপারের নানা অপকর্মে এলাকার মানুষকে অতিষ্ঠিত করে তুললে এর প্রতিবাদে গত ২৮ মার্চ সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ঐ দিন সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়য়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিশু দু-বোনকে ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়।

এবিএন/ আব্দুল মালেক/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত