শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ফরিদপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ফরিদপুর, ০২ এপ্রিল, এবিনিউজ : “নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট সম্পন্ন” প্রতিপাদ্যকে সামনে নিয়ে ফরিদপুরে এবার পালিত হলো বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

আজ সোমবার বেলা ১১টার সময় ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্ভোধন করে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার জাকির হোসেন খান।

পরে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শহরের অম্বিকা হলে এ এস এম আলী আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেয় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, প্রফেসর শাহজাহান প্রমুখ।

সভায় বক্তরা বলেন, অটিজম শিশুরা ও সমাজের একটি অংশ। তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে দেশ গঠনের কাজে। অটিজম বলে কোনো শিশুকে অবহেলা করা চলবে না, সমাজে তাদেও অধিকার রয়েছে।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত