শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর, ০২ এপ্রিল, এবিনিউজ : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মা-ছেলে বলে ধারণা করছে পুলিশ। আহত হয়েছেন আরও দুজন।

আজ সোমবার সকাল ৯টার দিকেউপজেলার কালিয়াকৈর-নবীনগর সড়কের চন্দ্রা এলাকার ওয়ালটন কারখানার ২ নম্বর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর বয়স আনুমানিক ৪০ বছর এবং ছেলেটির বয়স সাড়ে ৪ বছর বলে ধারণা করছে পুলিশ। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালিয়াকৈর থানার এসআই আতিকুর রহমান রাসেল বলেন, কালিয়াকৈরের বাড়ইপাড়া থেকে একটি অটোভ্যান যাত্রী নিয়ে চন্দ্রা ত্রিমোড়ে যাচ্ছিল। পথে বগুড়াগামী এসআর পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের পরিচায় পাওয়া যায়নি। তবে তারা সম্পর্কে মা-ছেলে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত