![আখাউড়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২০](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/student_abnews_133325.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ০২ এপ্রিল, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন ২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এরমধ্যে ছাত্র ১০ এবং ছাত্রী ১০ জন।
স্থানীয় রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আজ সোমবার শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, এবছর উপজেলার ২টি কলেজ শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ এবং নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৫৫৯ জন পরীক্ষার্থী। এরমধ্যে মানবিক শাখা থেকে ৩৫৫, ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৩২ এবং বিজ্ঞান শাখা থেকে ৮১ জন।
এ ব্যপারে কেন্দ্র সচিব ও শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন বলেন, প্রথম দিনের বাংলা পরীক্ষায় ৪৩৪ জন পরীক্ষার্থী ছিল। এরমধ্যে ২০ জন পরীক্ষায় অংশ নেয়নি।
এবিএন/হান্নান খাদেম/জসিম/এমসি