![ঘাটাইলে কিশোরী প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/02/ghatail-prosikkhon_133331.jpg)
ঘাটাইল (টাঙ্গাইল) , ০২ এপ্রিল, এবিনিউজ : ঘাটাইলে শিশু অধিকার ও কিশোরী প্রজনন স্বাস্থ্য বিষয়ক তিনটি একদিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ ,৩১ মার্চ এবং ১ এপ্রিল উপজেলার জামুরিয়া ইউনিয়নের মধ্যকর্না গ্রামে এসব কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়াল্ড কনসার্ন বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় ৬৫ জন শিশু,কিশোর ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে শিশু অধিকার ও সুরক্ষা, শিশু নির্যাতন ও বাল্যবিবাহ নিয়েও আলোচনা হয়। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ওয়াল্ড কনসার্ন বাংলাদেশের ঘাটাইল শাখার প্রোগ্রাম অফিসার জেমস সানি বৈরাগী। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিনারা বেগম,স্বস্থ্যকর্মী মেহেরুন খাতুন, ওয়াল্ড কনসার্ন বাংলাদেশের কর্মী তাপস দেবনাথ, অশোক দেবনাথ, হোসনেয়ারা ও বিথী খানম প্রমূখ।
এবিএন/নজরুল ইসলাম/জসিম/নির্ঝর