শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • লালমনিরহাটে বাই-সাইকেলের সংর্ঘষে স্কুল ছাত্রের মৃত্যু

লালমনিরহাটে বাই-সাইকেলের সংর্ঘষে স্কুল ছাত্রের মৃত্যু

লালমনিরহাটে বাই-সাইকেলের সংর্ঘষে স্কুল ছাত্রের মৃত্যু

লালমনিরহাট, ০২ এপ্রিল, এবিনিউজ : লালমনিরহাটে দুই বাই-সাইকেলের মুখোমুখি সংর্ঘষে পলাশ কুমার নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এর আগে গতকাল রোববার রাতে জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ কুমার ওই ইউনিয়নের বড় কমলাবাড়ি উত্তরপাড়া গ্রামের মেকার খোকা রামের ছেলে। সে কুমড়ীরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেনীর ছাত্র।

স্থানীয়রা জানান, গতকাল রোববার রাতে বাড়ি থেকে বাই সাইকেল যোগে বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল পলাশ কুমার। এ সময় বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা তার প্রতিবেশী ফারুক মিয়ার বাই সাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত পলাশকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আদিতমারী হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় আজ দুপুরে মারা যায় স্কুল ছাত্র পলাশ।

আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/ আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত