শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালিহাতীর সল্লা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব

কালিহাতীর সল্লা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব

কালিহাতীর সল্লা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব

টাঙ্গাইল, ০২ এপ্রিল, এবিনিউজ : প্রতিষ্ঠার ৫০তম বছরে কালিহাতীর উপজেলার ম্যাধমিক শিক্ষা প্রতিষ্ঠান সল্লা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে।

আজ সোমবার ২ এপ্রিল বেলা সাড়ে ১১টায় সুবর্ণ জয়ন্তীর বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে বিদ্যালয়ের প্রাঙ্গনে আলোচনা সভা আয়োজন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ প্রামাণিক সভাপতিত্বে ও সঞ্চলনায় ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেক আলী মোল্লা।

আয়োজকেরা জানান, স্বাধীনতা অর্জনের তিন বছর পূর্বে ১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন হয়। এতে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

এবিএন/ তারেক আহমেদ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত